বাঘায় দিনব্যাপী যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ক ওরিয়েনন্টেশন


বাঘা  প্রতিনিধি :রাজশাহীর বাঘায় দিনব্যাপী যক্ষা ও কুষ্ঠ রোগ বিষয়ক এক ওরিয়েনন্টেশন কর্মশালা (ওয়ার্কশপ)অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন,বাংলাদেশ।

অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর রহমান ।

কর্মশালায় উপজেলা বিভিন্ন এলাকা হতে ২৫জন পল্লী চিকিৎসকগণ অংশ গ্রহন করেন।যক্ষা ও কুষ্ঠ রোগের লক্ষণ ও পল্লী চিকিৎসের করণীয় বিষয়ে নিয়ে আলোচনায় সন্দেহ ভাজন ব্যক্তিদের বেশী বেশী কফ পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ ও পরবর্তী করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি মান্নাফ হোসেন,খাদিজা খাতুন,তাসলিমা নাসরিন ও মাঠ কর্মী ফারুকুজ্জামান মুহিত প্রমুখ ।

স/আ.মি