বাঘায় দরিদ্রদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় গ্রামে গিয়ে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তিনি উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের হতদরিদ্র ৫০ জনের মাঝে এই কম্বল বিতরণ করেন। সরকারিভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এই সময় হামিদা বেওয়া হাতে একটি কম্বল তুলে দেন ইউএনও। কম্বল হাতে পেয়েই ইউএনও মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তিনি। বলেন, মা হাজার বছর বেঁচে থাকো। আরও অনেক মানুষের খেদমত যেন করতে পারো, আল্লাহ যেন সেই তোফিক তোমাকে দেন। শুধু হামিদা বেওয়াই নয়, তার মতো আরো ৪৯ জনকে বাড়ির দরজায় গিয়ে শীতের কম্বল দেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, প্রকৃত দুস্থদের তালিকা তৈরী করে গ্রামে গিয়ে নিজে কম্বল পৌছে দেওয়া হয়েছে। এছাড়া স্ব-স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে কম্বল বিতরণ করা অব্যাহত রয়েছে।

এএইচ/এস