বাঘায় জামানত হারালেন দুই চেয়ারম্যান প্রার্থী

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) আড়ানী ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে ওয়ার্কার্স পাটির নেতা এনামুল হক (হাতুড়ি) পেয়েছেন ৯৭ ভোট। অপর দিকে বিএনপি’র স্বতন্ত্র প্রাথী মাহাতাব হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ১৪২ ভোট। এই দুই প্রার্থী নির্বাচনের বিধিমোতাবেক জামানত হারিয়েছেন।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন। এ ইউনিয়নে আ.লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১ হাজার ৪৯৮ ভোটের ব্যবধানে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন (আনারস) ২ হাজার ৯২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এ বিষয়ে জামানত হারানো চেয়ারম্যান প্রার্থী এনামুল হক বলেন, দলীয় সিন্ধান্তে মতাবেক মনোনয় পেয়েছিলাম। ভোটারে কাছে ভোট প্রার্থনা করেছি। তারপরও মানুষ ভোট দেয়নি। করার কিছু নেই।

বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মাহাতাব হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তারপরও আমি একজন স্কুল শিক্ষক হিসেবে যথেষ্ট গ্রহণ যোগ্যতা আছে। এই নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য যারা উৎসাহ যুগিয়েছেন, পরে তারাই সরে গেছে।

উপজেলা সহকারি নির্বাচন অফিসার ও উপজেলা নিবাচন অফিসার মুজিবুল আলম বলেন, বাঘায় উপজেলায় আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্টি হয়। এ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে সবাই জামানত ফিরে পেলেও আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ও মাহাতব হোসেন নির্বাচনে বিধিমোতাবেক জামানত ফিরে পাবেন না।