বাঘায় জাকির হত্যা মামলায় গ্রেফতার ২


বাঘা  প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পদ্মার চরে জাকির হোসেন (২১) নামে এক যুবকের গলাকেটে জবাই করে হত্যা মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে বাঘা থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

জানা যায়, ২৫ জানুয়ারী রাত ৯টায় জাকির হোসেন বাড়ি থেকে পাশে কালিদাসখালী বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়। তারপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়না।

পরের দিন ধারালো ছুরি দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করে পদ্মার চরের কালিদাসখালীর মটরক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় জাকির হোসেনের বাবা আবদুল খালেক মোল্লা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় কালিদাসখালী চরের পিতন আলীর ছেলে আবু সামা (৫৫) ও মুনসুর আলীর ছেলে আমিন উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে।বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, জাকির হোসেন হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/আ.মি