বাঘায় ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই গুরুতর আহত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জমিজমা সংক্রান্তের বিবাদের জের ধরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছে। বুধবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মৃত ছইর উদ্দিন মন্ডলের বড় ছেলে আবদুস সামাদ (৭০) ও ছোট ছেলে বেলাল উদ্দিনের (৬০) মধ্যে পৈতিক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাই আবসুদ সামাদকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষনিক ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে জমিজমা সংক্রান্তের বিবাদের জের ধরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই গুরুতর আহত শুনেছি। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আই