বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গুচ্ছগ্রাম এবং আশ্রয়ন কেন্দ্রের অসহায় দুস্থ্যদের মাঝে নিজ হাতে (ভিজিএফ) এর চাউল দিয়ে হাসি ফুটিয়েছেন উপজেলা নিবাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার দুপুরে চাউল এই বিতরণ করেন।
সূত্রে জানা গেছে, পবিত্র ঈদকে সামনে রেখে সমাজের অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠির জন্য বর্তমান সরকারের যে চাউল বিতরণ কর্মসূচী রয়েছে সেই কর্মসূচীর আলোকে গতকাল রোববার বিকেলে উপজেলার আড়ানী পৌর এলাকার নুরনগর আশ্রয়ন কেন্দ্রে ২০টি অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। এর আগে দুপুরে তিনি মনিগ্রাম ইউনিয়নের মোহদীপুর গুচ্ছ গ্রামে গিয়ে ৪৩টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহকারি প্রকৌশলী হেকমত আলী, নিবাহী অফিসের গোপনীয় সহকারি (সি.এ) আব্দুল আজিজ প্রমুখ।
এ দিকে নিবাহী কর্মকর্তার মাধ্যমে চাউল পেয়ে খুশির সাথে অভিমত ব্যাক্ত করেন গুচ্ছ গ্রামের বসবাসকারী আকেজান বিবি, শাহারা খাতুন ও জামাল উদ্দিন। তারা বলেন, ইউএনও স্যার নিজ হাতে আমাদের মাঝে চাউল দিবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি। কারণ, বিগত সময়ে কোন স্যার আমাদের মাঝে আসেনি। আশি বছরের বৃদ্ধ তছির উদ্দিন বলেন, ঈদের আগে চাউল না ঈদ ভালো ভাবে যেত না।
স/মি