রবিবার , ১০ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ঈদ মেলা থেকে ৩ ছিনতাইকারী আটক

Paris
জুলাই ১০, ২০১৬ ৮:১১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ঈদ মেলা থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। তাদের নামে দ্রুত আইনে মামলা হয়েছে।

 
আটককৃত ছিনতাইকারীরা হলেন, বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত হেদা প্রামানিকের ছেলে সুমন আহম্মদ (২২), সান্টু আলীর ছেলে তুহিন হোসেন (২০) ও তহিদুল ইসলামের ছেলে জয়নাল আলী (২২)।

 

জানা যায়, ৫০০ বছরের বাঘার ঐতিহাসিক এ ঈদ মেলায় পাবনার ঈশ্বর্দী গ্রামের তিন মেয়েসহ তার বড় ভাই কেনাকাটা করছিল। এ সময় তিন ছিনতাইকারী তাদের কাছে থাকা মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। মেয়ের ভাই বাধা দিলে তাকেও মারপিট করে ছিনতাইকারীরা।
এ সময় তাদের চিৎকারে টহলরত পুলিশ ও এলাকার লোকজন ছিনতাইকারীদের আটক করে গণধোলায় দিয়ে থানায় নিয়ে যায়। পরে মেয়ের বড় ভাই রনি আহম্মেদ বাদি হয়ে বাঘা থানায় দ্রুত আইনে মামলা দায়ের করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে তিন ছিনতাইকারীর নামে দ্রুত আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর