বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসাধীন অবস্থায় চালক মিলন হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে। মিলন হোসেন (৩০) আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের আবুল গাজীর ছেলে।
জানা যায়, ১৫ ডিসেম্বর মিলন হোসেন নিজ বাড়ি থেকে ভটভটি নিয়ে তানোরের উদ্দেশ্যে রওনা হন। ভটভটি রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ওই দিন ঘটনাস্থলে সাজাহান আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সাজাহান আলী আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে।
এ বিষয়ে পবা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। ওইদিন এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছে। তবে বৃহস্পতিবার আরেক জনের মৃত্যু হয়েছে শুনেছি।