শনিবার , ৬ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার

Paris
মে ৬, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২০) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) সকাল ৯টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর পদ্মা নদীর ঘাটের নিচে থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নেপাল বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার গোনাশী গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।

জানা যায়, নেপাল বিশ্বাস তার বাবার সাথে মাস খানেক আগে বাঘা উপজেলার পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে আসেন। পদ্মায় মাছ ধরে আশেপাশে বাজারে বিক্রি করেন। ৪ মে বিকালে মাথার চুল ছাঁটানোর জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে আসেন নেপাল বিশ^াস। তারপর আর ফিরে আসেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে ৫ মে সন্ধ্যায় নেপাল বিশ^াসের বাবা বাদি হয়ে বাঘা থানায় সাধারণ ডাইরী জিডি করেন। জিডি করার পরের দিন পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর পদ্মা নদীর ঘাটের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে উদয় বিশ^াস বলেন, আমার ছেলে কিছু টাকা ও তার ব্যবহৃত এ্যানডোয়েড ফোন নিয়ে চুল ছাঁটানোর জন্য কিশোরপুর বাজারে আসেন। পরে আর ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজখবর করে না পেয়ে থানায় জিডি করেছিলাম। পরের দিন ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্মে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যূর কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর