বাগাতিপাড়ায় ৪০ দিনের কর্মসূচী কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান

 বাগাতিপাড়া  প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় নিজের মাথায় মাটিভর্তি ডালি নিয়ে ‘চল্লিশ দিনের কর্মসূচী’ কাজের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। শনিবার উপজেলার জামনগর ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কারের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এদিন সকালে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী কাঁচা রাস্তায় মাটি কেটে সংস্কার শুরু হয়। চলতি মওসুমের এ কাজের উদ্বোধন করার কথা ছিল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের। সে মোতাবেক তিনি সেখানে উপস্থিত হয়ে মাটিভর্তি ডালি নিজের মাথায় তুলে নিয়ে রাস্তায় ফেলেন।

বিষয়টি উপস্থিত শ্রমিক ও অতিথিদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে। উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতিলীগের সভাপতি শামসুজ্জামান মোহন, জামনগর ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি শরিফুল ইসলাম ও জামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শিক্ষক মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চলতি মওসুমে জামনগর ইউনিয়নে ২০৩ জন নারী ও পুরুষ শ্রমিক কর্মসূচীতে কাজ করছেন। এসব শ্রমিকরা প্রতিদিনের হাজিরা হিসেবে ২০০ টাকা করে পাবেন এবং ৪০ দিন ব্যাপী কাঁচা রাস্তায় মাটি কেটে সংস্কারের কাজে নিয়োজিত থাকবেন।

স/আ.মি