বাগাতিপাড়ায় স্বপ্নের বাড়ি পেল ৪৪ ভূমিহীন

বাগাতিপাড়া প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের বাড়ি পেল ৪৪ ভূমিহীন। আশ্রয়ণ প্রকল্প-২ এর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় তারা এ ঘর ও জমি পেলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

শনিবার উপজেলা জিমনেসিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন প্রধান অতিথি থেকে উপকারভোগীদের হাতে দুই কক্ষ বিশিষ্ট ঘর ও জমির দলিলাদী তুলে দেন। একই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে একটি পরিবারকে গৃহ প্রদান করা হয়।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী প্রমুখ।

স/জে