বাগাতিপাড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার জনগনকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা জাতিকে দ্বিধা-বিভক্ত করতে চায়। কিন্তু বাংলাদেশ সব ধর্মের মানুষের সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্নভবে বসবাস করবে। কেউ যেন তা বিনষ্ট করতে না পারে সেদিকে সবার সজাগ থাকতে আহ্বান জানান। বক্তারা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন। ই

উএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম ঠান্ডু, ওসি সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।

জেএ/এফ