বাগাতিপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন আড়ানী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় জামনগর প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনালে আড়ানী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  আজ রবিবার বিকালে উপজেলার জামনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় আড়ানী ফুটবল একাদশ ৪-১ গোলে সোনাদহ ফুটবল একাদশকে হারিয়ে এ গৌরব অর্জন করে।

 

জামনগর ক্রীড়া সংঘ টুর্নামেন্টের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আড়ানি ফুটবল একাদশের খেলোয়াড় রকি। খেলায় প্রধান রেফারি’র দায়িত্বে ছিলেন মেহেদি হাসান, সহকারি রেফারি’র দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান দায়িত্বে ছিলেন ওমর ফারুক ও অহিদুল ইসলাম নান্টু ।ভাষ্যকার ছিলেন কামরুল ইসলাম ও কামাল উদ্দিন ও কামাল পাশা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। ফজলুর রহমান মানিক ও প্রভাষক মুনজুরুল ইসলাম লিটনের সঞ্চালনায় ক্রীড়া সংঘের সভাপতি মিল্টন বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।

টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকাসহ ট্রফি এবং রানারস আপ দলকে ১৫ হাজার টাকাসহ ট্রফি তুলে দেওয়া হয়।

এএইচ/এস