বাগাতিপাড়ায় নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে ব্যবসায়ীর মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে গাছের উপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে  ফারুক আলী(৪০) নামের এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।আজ রোববার বিকালে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ মাঠে  এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত সমসের আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফারুক আলী গয়লার ঘোপ গ্রামের ইসলাম আলীর নারিকেল গাছ পরিস্কার করতে গাছে উঠেন। সেসময় নারিকেল গাছের  একটি কাটা ডাল বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করলে ফারুক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে ছিটকে পড়েন। লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যায় মরদেহ নিহতের বাড়িতে নেয়া হয়। ফারুক আলী তিন সন্তানের জনক।
পল্লী বিদ্যুতের বাগাতিপাড়া সাবজোনাল অফিসের এজিএম ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রতিনিয়ত বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল পালা কেটে দেওয়া হয়। অসাবধানতার কারণে হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে।
স/অ