বাগাতিপাড়ায় গ্রাম পুলিশদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াল সভা কক্ষে সমাপণী দিনে স্থানীয় সরকারের উপপরিচালক মো. গোলাম রাব্বি প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা।

এর আগে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। প্রশিক্ষণে ৪৯ জন গ্রাম পুলিশ অংশ নেন।

স/জে