মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় এক হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনার সার ও বীজ

Paris
জুলাই ২, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ এর খরিপ মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তুলা বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এসব সার ও বীজসহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার ৩০ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়াও তুলা চাষের জন্য ১০০ জন কৃষককে ৮শ গ্রাম তুলা বীজ, ৫০ কেজি ডিএপি, ৫০ কেজি এমওপি এবং ২৬ কেজি ইউরিয়া সার প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মিতা বেগম শিবলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমূখ।

সর্বশেষ - রাজশাহীর খবর