বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যান মিঠু পেলেন সফল মৎস্যচাষীর সম্মাননা

Paris
জুলাই ৩১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সফল মৎস্য চাষীর সম্মাননা পেলেন দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু।

বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষে সফলতার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সফল মৎস্য চাষী আবু রায়হান ও মিজানুর রহমানকেও সম্মাননা প্রদান করা হয়।

নাটোর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি থেকে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন। নবাগত ইউএনও অনামিকা নজরুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, ওসি নান্নু খান, মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক র‌্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এ বছর উপজেলায় ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুসহ তিনজন সেরা সফল মৎস্যচাষীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু বলেন, উপজেলার তিন সেরা সফল মৎস্যচাষীর তালিকায় তাকে মনোনীত করায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর