মঙ্গলবার , ৯ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Paris
আগস্ট ৯, ২০১৬ ৪:৩৬ অপরাহ্ণ

বাগামারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্র চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার দুপুরে মারা গেছে। এরআগে গতকাল সোমবার বাগমারা-তাহেরপুর সড়কে  সুলতানপুর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হন।

 

নিহত আল- আমীন (১৮) উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। আহত অপর তিনজনের মধ্যে ব্র্যাক অফিসার  হামিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার উপজেলার গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার একই ক্লাশের শিক্ষার্থী আল-আমীন, আব্দুল হাকিম ও বুলবুল আহমেদ মোটর সাইকেল নিয়ে বাগমারা-তাহেরপুর সড়ক হয়ে তালতলি এলাকা হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে তাহেরপুরের ব্র্যাক পিও ওটি ইউ অফিসার হামিদুল ইসলাম অফিসের কাজে মোটর সাইকেলে বাগমারায় যাচ্ছিলেন। বাগমারা-তাহেরপুর সড়কে  সুলতানপুর মোড়ে এই দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হন। আহতদের মধ্যে আল-আমীন আজ মারা যায়।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর