বাগমারায় বিসিপিআরটিএ’র মানববন্ধন অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:

বাগমারায় ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ সেল ফোন টেকনিশিয়ানএসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর মানব বন্ধন ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার(১৭ অক্টোবর) সকালে প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিপিআরটিএ বাগমারা শাখার সভাপতি ভবানীগঞ্জ বাজারের শাপলা মোবাইল টেলিকমের পরিচালক কাজী আব্দুল মান্নান মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ সেলফোন টেকনিশিয়ান এসোসিয়েন (বিসিপিআরটিএ) বাগমারা শাখার সহসভাপতি কাজী রাসেল, অর্থ সচিব মিলন হোসেন, দপ্তর সম্পাদক রিপন হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ সদস্য শাহিন আলম, শাহিনুর ইসলাম, মো. মামুন, শহিদুল ইসলাম, মিঠুন, সুমন আলী ও হান্নান আলী।

এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী গুলো হল:

১। বাংলাদেশ থেকে মোবাইল পেশার দ্বারা সংগঠিত অপরাধ অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে যে কোন সহযোগিতা প্রদান করা এবং এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সেই সাথে গ্রাহক সেবার মান সুনিশ্চিত করা

২। বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত পেশা হিসাবে ঘোষনা প্রদান

৩। অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন কঠিন আইন বাস্তবায়ন

৪। সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি প্রদান ও

৫। সকল সদস্যদের জন্য ক্ষুদ্র ঋনের ব্যবস্থা করা।

পরে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব চত্তরে কেককাটা শেষে রালি সহ ভবানীগঞ্জ বাজার এলাকা প্রদক্ষিণ করা হয়।

জেএ/এফ