বাগমারায় করোনা সংকটের শিকার ৬০০জনকে সহায়তা প্রদান

বাগমারা প্রতিনিধি:

করোনাকালে সংকটে পড়া রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নের প্রায় ৬০০ জনের মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।

সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগীদের পালাক্রমে ডেকে এসব সুবিধা দেওয়া হয়। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব আতাউর রহমানসহ সকল ইউপি সদস্য ও ত্রাণ কমিটির সদস্যরা।

ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের তালিকাভুক্ত সুবিধাভোগীদের আলাদা আলাদা করে ডেকে তাঁদের সহায়তা প্রদান করা হয়। সকাল থেকে শুরু হয়ে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম।

যোগিপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার সকাল থেকে উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি করেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব মেনে ঝুঁকি নিয়ে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। ইউনিয়নের ৫৫০জনের মধ্যে ১০ কেজি করে চাল এবং ৩৯জনের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।

স/অ