বাগমারায় এসএসসির ফলাফলে তন্বী নয় উপজেলার শীর্ষে হুমাইরা বিনতে রাজী

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে তন্বী নামক এক শিক্ষার্থী ১২২৪ নাম্বার পেয়ে উপজেলার শীর্ষে এমন খবর প্রচার হলেও বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ হতে বিজ্ঞান বিভাগ হতে হুমাইরা বিনতে রাজী সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে বলে জানা যায়।

চলতি বছরের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর নাম্বার বিশ্লেষনে সর্বোচ্চ ১২৪৫ নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগ হতে উপজেলায় ফলাফলে শীর্ষ স্থান দখল করেছেন সুমাইরা বিনতে রাজী। তার পিতা এসএম জামান-অর-রাজী একজন আইনজীবী এবং মা মাহারুকা খাতুন একজন গৃহিনী।

সুমাইরা বিনতে রাজীর এই সাফল্যের পেছনে পিতা-মাতা এবং শিক্ষকদের অগ্রনী ভুমিকা রয়েছে বলে সে জানিয়েছে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজের শিক্ষক আকতারুল আলম সেন্টু জানান, হুমাইরা বিনতে রাজী একজন পরিশ্রমী শিক্ষার্থী।

বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী জানান, বাগমারা উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে হুমাইরা বিনতে রাজী পরিবার ও প্রতিষ্ঠানের সুনাম কুড়িয়েছে। সে একজন খুবই মেধাবী শিক্ষার্থী। তবে এর আগে অপর একজন উপজেলার শীর্ষে রয়েছে মর্মে প্রচার হওয়ায় বিস্মিত হয়েছি। হুমাইরা বিনতে রাজী সকলের কাছে দোয়া কামনা করেন।