নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় সেই হেলমেট বাহিনীর সদস্য রাজু আহমেদ ওরফে ভট্যা রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুলালিপাড়ার নিউ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রাজুর পিতার নাম আব্দুর রাজ্জাক। তিনি জালাল উদ্দীন ওরফে জালাল চৌকিদারের হেলমেট বাহিনীর সদস্য। তাসলিমা বেগমের উপর হামলা, মারপিট ও শ্লিলতহানীর ঘটনায় দায়ের করা মামলার চার নম্বার আসামী ছিল রাজু। এছাড়াও তার বিরুদ্ধে জমি ও পুকুর দখলসহ মাছ লুটেরও অভিযোগ রয়েছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, গত ৪ নভেম্বর তাসলিমা বেগমের উপর হামলা হয়। এ সময় তার মাথায় আঘাত করে এবং শ্লিলতাহানীর শিকার হন ওই নারী। এ ঘটনায় সাতজনকে আসামী করে গত মঙ্গলবার থানায় মামলা করেন তিনি। ওই মামলায় রাজু নামের এক আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও বাগমারার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্প্রতি দুলালিপাড়া গ্রামে দাবি করা ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে পুকুরসহ ১৩ একর জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এই কাজে স্থানীয়ভাবে পরিচিত ‘হেলমেট বাহিনী’ কাজে লাগানো হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এরা সে সময়ের ক্ষমতাসীন দলের এক নেতার নিয়ন্ত্রণে ছিলেন। এখন কাজ করছেন বিএনপি নেতার হয়ে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার কনোপাড়া গ্রামের দুলালীপাড়া আন্ধিয়ার বাগানের ব্যক্তি মালিকানাধীন এ পুকুরসহ জমি লিজ নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের চার নেতাসহ পাঁচজন। ৪ নভেম্বর লিজগ্রহীতারা মাছ ছাড়ার জন্য পুকুর ঘাটে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হন।
আন্ধিয়ার বাগানের পুকুরসহ জমির পরিমাণ প্রায় ১৩ একর। এর মধ্যে গোয়ালকান্দির এনায়েতুল হক বিন্দু, নিমপাড়ার নুরুল ইসলাম, জিয়াউর রহমান, খলিলুর রহমান ও অনন্তপাড়ার শাহজামালের জমি রয়েছে ১২ একর। বাকি এক একর অন্য তিনটি পরিবারের।
জমির মালিকদের মধ্যে খলিলুর রহমান, মাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং শাহজামাল মাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। এ ছাড়া তারেক রহমান প্রজন্ম দলের মাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউর রহমান।
২৫ অক্টোবর মালিকদের কাছ থেকে পুকুরসহ জমি লিজ নেন উপজেলার বড়বিহানলি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান মিলন, গোয়ালকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক কনপাড়া গ্রামের গোলাম মোস্তফা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ হিটলার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মিল্টন। ওইদিন লিজের চুক্তিনামা করা হয়।
শর্ত অনুযায়ী ৪ নভেম্বর গোলাম মোস্তফা, আব্দুর রউফ হিটলার এবং তাদের আরেক অংশীদার দুলালিপাড়ার রায়হান আলী পুকুরের লিজ বুঝে নিয়ে মাছ ছাড়ার জন্য যান। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
লিজ গ্রহীতাদের অভিযোগ, দুলালীপাড়া গ্রামের ‘জালাল বাহিনীর’ লোকজন তাদের ওপর হামলা করেছে। জালাল উদ্দিন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সরকারের ‘হেলমেট বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ ছিল।
তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর জালাল ও তার অনুসারীরা স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার বাহিনী হিসেবে কাজ শুরু করেছেন। তারা এলাকায় আওয়ামী লীগ নেতাদের বেশকিছু পুকুর দখল ও মাছ লুটেও অংশ নেয়।
লিজগ্রহীতা গোলাম মোস্তফা বলেন, ঘটনার দিন বিকালে লিজ নেওয়া পুকুর ও জমি পরিদর্শন করে কবে কীভাবে মাছ ছাড়ব, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এ সময় জালাল ও রাজুসহ কয়েকজন এসে আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এই পুকুরে মাছ চাষ করতে দেওয়া হবে না বলে জানান।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যন্ত জালালের ‘হেলমেট বাহিনী’ আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে আমাকেসহ পাঁচজনকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।