বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় থামছেই না স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

Paris
ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের সমর্থকদের ওপর হামলা যেন থামছেই না। আজ বুধবার সকালে স্বতন্ত্র প্রার্থী এনামুলের সমর্থকদের ওপর আবারও হামলার ঘটা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন এমপি এনামুলের সাবেক এপিএস জিল্লুর রহমানসহ (৪২) তিনজন।

জিল্লুর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। আহত ওপর দুজন হলেন, জিল্লুরের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৩৮) এবং যুবলীগের কর্মী আলমগীর হোসেন। তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলার শ্রীপুর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

আহত জিল্লুর রহমান অভিযোগ করে জানান, বুধবার দুপুরের দিকে তিনিসহ কয়েকজন নৌকার প্রচার চালাচ্ছিলেন বাগমারার শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। এসময় চায়ের দোকানে বসে চা পান করছিলেন। একপর্যায়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার সমর্থক মকবুল হোসেন এবং তার ভাই আশরাফ হোসেনসহ ৩০ জনের একটি দল জিল্লুরসহ তাঁর লোকজনকে ঘিরে ধরে হামলা করে। এর পর লোহার রড ও লাঠিসোঠা নিয়ে পিটিয়ে জখম করা হয় তিনজনকে।  পরে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে গত মঙ্গলবার এবং আজকে স্বতন্ত্র প্রার্থীর মোট ৬জনকে পিটিয়ে আহত করলেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালামের লোকজন।

প্রসঙ্গত, প্রচারণা শুরুর পর থেকেই নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন বাগমারায় ত্রাসের রাজত্ব শুরু করে। এ কয়দিনে অন্তত স্বতন্ত্র প্রার্থীর ৩০ জন সমর্থককে পিটিয়ে জখম করা হয়। এ নিয়ে চারটি মামলাও করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসব ঘটনায় প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়। ফলে গত সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের উপস্থিতিতে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বাগমারায় সহিংসতা বন্ধে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘তিনটি ঘটনায় অন্তত ৬ জন হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।’

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর