বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ২৭ জনের জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধি-নিষেধ না মেনে বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ২৭ জনকে ১৫ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করা ও সরকার বিরোধি গুজব সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলায় ২৭ জনকে মোট ১৫ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৩৬ দিনে ২৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫১৩ মামলায় ১৬৬৩ জনকে বিভিন্ন পরিমাণে মোট ২৭ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

সূত্র: বাংলানিউজ