বাইডেন পৌঁছার আগেই ধসে পড়ল সেতু, আহত ১০

যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের একটি সেতু ধসে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সেতুটিতে একটি বাসসহ মোট ছয়টি গাড়ি ছিল। সরকারি কর্মকর্তারা বলছেন, ১০ জন অল্প আহত হয়েছে।

তুষারাবৃত ফোর্বস এভিনিউ সেতু স্থানীয় সময় শুক্রবার সকালে ধসে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবকাঠামো খতিয়ে দেখতে ওই এলাকা পরিদর্শনের কয়েক ঘণ্টা আগে সেতুটি ধসে পড়ে।

দমকল বাহিনীর কর্মকর্তা ড্যারিল জোনাস জানান, ১০০ ফুটের চেয়েও লম্বা দড়ি ব্যবহার করে এবং মানবশৃঙ্খল গঠন করে দুর্ঘটনা কবলিতদের নিরাপদে উঠিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাতে কুকুর এবং ড্রোন ব্যবহার করা হয়।

বাসচালক ড্যারিল লুসিয়ানি এবং দু’জন যাত্রী সেতু ধসের শিকার হন। ৫৮ বছর বয়সী লুসিয়ানি বলেন, মনে হচ্ছিল আছড়ে পড়ছি, তবে আহত হইনি।

ফেডারেল পরিবহন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার সেতু খুব খারাপ অবস্থায় রয়েছে। তার মধ্যে পেনসিলভানিয়াতেই তিন হাজারের বেশি সেতুর অবস্থা নাজুক।

রাস্তা ও সেতু মেরামতের জন্য ১১০ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত থাকা একটি আইনে গত বছরের নভেম্বরে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

পূর্ব পরিকল্পিত স্থানে বক্তৃতা দিতে যাওয়ার আগে গতকাল শুক্রবার দুর্ঘটনা কবলিত সেতুটি পর্যবেক্ষণ করেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ