বাইডেনের চেয়ে যোগ্য কাউকেই দেখেন না কমলা

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সে দেশে বর্তমান সময়ে কাউকেই যোগ্য হিসেবে বিবেচনা করেন না  নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কমলা লিখেছেন, আমাদের জাতিকে পরিচালনা করতে, ওভাল অফিসে সত্য প্রতিষ্ঠা ও শালীনতা ফিরিয়ে নিয়ে আসতে এবং সম্মান ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে জো বাইডেনের চেয়ে কারো প্রস্তুতি বেশি নেই।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন পার্লামেন্ট ভবনে তাণ্ডব চালায়। এ ঘটনায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের নিজেদের ‘রাজনৈতিক সভ্যতা’ প্রশ্নবিদ্ধ হয়।

এ ঘটনায় বর্তমান প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার দিন কয়েক আগে ট্রাম্প ক্ষমতা হারানোর মুখে পড়েছেন।

এদিকে, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ