বাংলাদেশ নাকি ইংল্যান্ড?

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে কে হাসবে শেষ হাসি? বাংলাদেশ নাকি ইংল্যান্ড?

 

ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৮ উইকেটে ২৫৩ রানে।

 

জিততে আজ শেষ দিনে বাংলাদেশের চাই আরো ৩৩ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন ২ উইকেট।

 

৫৯ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন সাব্বির রহমান। তার সঙ্গে ১১ রান নিয়ে দিন শুরু করবেন তাইজুল ইসলাম।

 

বাংলাদেশের আশা-ভরসা এখন সাব্বিরের ওপরই। সাব্বির পারবেন বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিতে?

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ইংল্যান্ড প্রথম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।

 

বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।

 

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৮০.২ ওভারে ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, রাব্বি ১/২৪, মিরাজ ১/৫৮)।

 

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৮৬) ৭৮ ওভারে ২৫৩/৮ (সাব্বির ৫৯*, ৪৩, মুশফিক ৩৯, মুমিনুল ২৭; ব্যাটি ৩/৬৫, ব্রড ২/২৬, মঈন ২/৬০)।

 

সূত্র: রাইজিংবিডি