‘বাংলাদেশ খুবই শক্তিশালী দল; তাদের হালকাভাবে নেওয়া বোকামি’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ রবিবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল।  ১৫ মে থেকে শুরু চট্টগ্রাম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে।  এ নিয়ে টেস্ট সিরিজ খেলতে পঞ্চমবারের মতো বাংলাদেশে এলো শ্রীলঙ্কা।

তারা সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে এসেছিল। এবারের সফরে তারা বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ‘বোকামি’ করতে চায় না।

দেশ থেকে বিমানে ওঠার আগে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশ খুবই শক্তিশালী দল। যদি ওদের হালকাভাবে নেন, তাহলে সেটা বোকামি হবে। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমাদের খুব ভালো পারফরম্যান্স করতে হবে। আমাদের সেই স্কিল ও মেধা আছে, এখন ভালো পরিকল্পনা করে সেখানে গিয়ে সেসবের বাস্তবায়ন করতে হবে। ‘

বাংলাদেশকে ‘খুবই শক্তিশালী দল’ উল্লেখ করলেও অ্যাঞ্জেলো ম্যাথুস নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার কথা বলেছেন, ‘আমি আশা করছি, সেটা আমরা করতেও পারব। আমাদের দলটা ভালো। আশা করি, আমরা বাংলাদেশকে ঘরের মাঠে হারাতে পারব।  ওরা ঘরের মাঠে অনেক ভালো দল। নিজেদের মাঠে ওরা বড় বড় দলকে হারিয়েছে। আগেও যেমন বলেছি, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে ওখানে গিয়ে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ