বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভার্চুয়াল ওয়ার্কশপ


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘IQAC-Its Significance for QA and Accreditation in Higher Education Institutions” শীর্ষক এক ভার্চুয়াল  ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপটি আজ রবিবার(২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ।

এই ওয়ার্কশপে অংশগ্রহন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, বিশ^বিদ্যালয়ের আইকিউএসি সেলের সদস্য প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম (বাংলা বিভাগ), প্রফেসর শহীদুল ইসলাম (ইইই বিভাগ), সহকারি অধ্যাপক আবদুল কুদ্দুস (বিজনেস স্টাডিজ বিভাগ)।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও আরো ১৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ ওয়ার্কশপে অংশগ্রহন করেন।

স/জে