বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারানো দলটি বুধবার বাংলাদেশ দলকে হারায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান বলেন, আমাদের বোলাররা টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ বল করছে। আজ তারা আবারও নিজেদের সেরাটা উজার করে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ২০১৯ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে খেলছি। আজকে আমাদের শুরুতে ভালো বোলিং হয়েছে। আর ব্যাটিংয়ে জেসন রয় অসাধারণ খেলেছে। পরপর দুই ম্যাচে জয়ে ভালো লাগছে।
সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ রান (মুশফিকুর রহিম ২৯, নাসুম আহমেদ ১৯*, মাহমুদউল্লাহ রিয়া; ১৯, নুরুল হাসান ১৬, মেহেদি হাসান ১১, লিটন দাস ৯, মোহাম্মদ নাঈম ৫, আফিফ হোসেন ৫, সাকিব আল হাসান ৪; টাইমাল মিলস ৩/২৭)।

ইংল্যান্ড: ১৪.১ ওভারে ১২৬/২ রান (জেসন রয় ৬১, ডেভিড মালান ২৮*, জস বাটলার ১৮, জনি বেয়ারস্টো ৮*; নাসুম আহমেদ ১/২৬, শরিফুল ইসলাম ১/২৬)।

ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।

 

সূত্রঃ যুগান্তর