‘বাংলাদেশের পরিবর্তনের অনুঘটক ছিলেন আবুল মাল আবদুল মুহিত’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সদ্যঃপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ মে) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইদুজ্জমান, সাবেক সচিব এম মোকাম্মেল হক, মরহুম মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

দোয়া মাহফিলে মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিতির জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুম আবুল মাল আবদুল মুহিতের বড় ছেলে শাহেদ মুহিত।

এর আগে মুহিতকে স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমার বড় ভাই সৎ ও নিষ্ঠাবান লোক ছিলেন। ১৯৮০-৯০-এর দশকেও দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তা করতেন। তিনি সারা জীবন মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন। আমি আমার ভাইকে হারিয়েছি, দেশ একজন নিষ্ঠাবানকে হারিয়েছে। ’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দেশের প্রতি আবুল মাল আবদুল মুহিতের যে অঙ্গীকার ছিল তা আমরা দেখাতে পারলে বাংলাদেশ অবশ্যই ২০৪১ সালে উন্নত দেশ হবে। ’

দেশের অর্থনৈতিক খাতে আবুল মাল আবদুল মুহিতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।

সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের পরিবর্তনের অনুঘটক ছিলেন আবুল মাল আবদুল মুহিত। ’

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘তার সারা জীবন ছিল সত্য প্রতিষ্ঠার উদাহরণ। নিপীড়িত, সংগ্রামী মানুষের পক্ষে ছিলেন। সর্বজনপ্রিয় এক কিংবদন্তি মুহিতকে বাংলাদেশ স্মরণ করবে চিরকাল। ’

সালমান এফ রহমান বলেন, ‘তরুণ প্রজন্ম কী ভাবছে, তাদের জন্য কী করা যায়, সেটি নিয়ে আবুল মাল আবদুল মুহিত চিন্তা করতেন। ’

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘দেশের সবচেয়ে সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ