সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘বাংলাদেশের ক্রিকেটে প্রাপ্য সম্মান সে পায় না’, তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাকিব আল হাসান নেই, মেহেদী হাসান মিরাজ তার শূন্যতা পূরণ করবেন- এমন প্রত্যাশা থাকলেও সোমবার মিরপুরে আলো ছড়ালেন তাইজুল ইসলাম। যিনি প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেললেও থেকেছেন সাকিবের ছায়া হয়ে। ক্যারিয়ারে ১৩তম বার পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিবকেই পেছনে ফেলে। এই কীর্তির পর তাকে অভিনন্দন জানালেন তামিম ইকবাল। একই সঙ্গে তাইজুলের আড়ালে পড়ে থাকার বিষয়টিও তুলে ধরলেন বাঁহাতি ওপেনার।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে বড় লিড না দিতে বদ্ধপরিকর। ৬ উইকেটে ১৪০ রান প্রোটিয়াদের। তাইজুল বাদে বাকি উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। বাঁহাতি স্পিনারের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে তামিমের প্রতিক্রিয়া, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।’

ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম আরও লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’

তাইজুলের কীর্তিকে বড় করে দেখছেন বাঁহাতি ওপেনার, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেলো তার। বড় কোনও দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’

বাঁহাতি স্পিনারকে নিয়ে তার মূল্যায়ন, ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ।’

তামিম শেষ করলেন এভাবে, ‘আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনও অনেক বাকি।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা