বাংলাদেশের কাছে হেরে যা বললেন ওমান অধিনায়ক

বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে এই ব্যবধান যথেষ্টই বড়। তবে শেষের ৫-৬ ওভার আগেও ম্যাচে ভালোমতোই ছিল ওমান। কিন্তু পরে তারা পেরে ওঠেনি বাংলাদেশের অভিজ্ঞতার কাছে।

প্রথম ম্যাচে হারের কারণে বাংলাদেশের জন্য বিশ্বকাপের মূলপর্বে যাওয়া নিয়ে সংশয় থাকলেও এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ রয়েছে টাইগারদের।

ম্যাচ শেষে ওমান অধিনায়ক জিসান মাকসুদও বললেন, ‘আমরা ম্যাচের ১৫-১৬ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। ৩৬ বলে ৫০ রানের মতো লাগতো। এটা বড় ব্যবধান নয়। কোনো চাপ ছিল না। আমাদের সমর্থকদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, তাদের খুশি করতে পারিনি। কিন্তু এটাই ক্রিকেট, একটা খেলা।’

মাকসুদ আরও বলেন, ‘এটা তাড়া করার মতো লক্ষ্য ছিল। যেভাবে আমাদের ওপেনিং জুটি খেলেছে আর মাঝখানে আমরা ব্যাট করেছি (জেতা উচিত ছিল)। কিন্তু শেষ পাঁচ-ছয় ওভারে ভালো খেলতে পারিনি। আমরা কয়েকটা উইকেট হারিয়েছি ওই সময়। বোলারদের কৃতিত্ব দিতেই হবে।

স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নিয়ে তিনি বলেন, ‘আমরা ফিরে আসবো দেশের মানুষদের খুশি করার জন্য। আমাদের দেখতে হবে কোথায় আমাদের ভুল ছিল, সেটা খুঁজে বের করে ফিরে আসতে হবে। এটা অন্য একটা ম্যাচের মতোই ছিল।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন