বাংলাদেশকে সঙ্গে নিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা

পরপর দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার যুবাদের জয়ে সেটি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলো। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বি গ্রুপ থেকে সেমির টিকিট পেলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা, বাদ পড়ে গেলো নেপাল ও কুয়েত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছিল শ্রীলঙ্কা। বিপরীতে জবাবটা ভালোই দিচ্ছিল নেপাল। তবে শেষ পর্যন্ত ২৬২ রানে অলআউট হয়ে গেছে তারা। ফলে ৬০ রানের জয়ে সেমির টিকিট নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের যুবাদের।

বি গ্রুপে সব দলের দুইটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। নেপাল ও কুয়েত খুলতে পারেনি পয়েন্টের খাতা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সেমিফাইনালে।

 

সূত্রঃ জাগো নিউজ