শুক্রবার , ১৫ মার্চ ২০১৯ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ‘বাংলাদেশ প্রতিদিন’র ১০ম বর্ষপূর্তি পালিত

Paris
মার্চ ১৫, ২০১৯ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র ১০ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী নগরীর চিলিস চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা তার নামের মতো বিশ্বের বাংলা ভাষাভাষীদের হৃদয় জয় করে নিয়েছে। আশা করছি আগামীতে এ সাফল্য ধরে রেখে সংবাদপত্রটি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে দেশের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করবে।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন যেমন সমাজের নানা ইতিবাচক খবর তুলে ধরে, তেমনি কোনো অন্যায় দেখলে সমালোচনাও করে। এ কারণেই সংবাদপত্রটি এতো পাঠকপ্রিয়তা পেয়েছে।

১০ম বর্ষপূর্তিতে ‘বাংলাদেশ প্রতিদিন’র রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বিএফইউজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর