বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছোট্ট স্বপ্নের ভার্চুয়াল ‘গল্প পাঠের আসর’

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছোট্ট স্বপ্নের  উদ্দ্যেগে ভার্চুয়াল গল্প পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংগঠন ছোট্ট স্বপ্ন গতকাল শনিবার সন্ধায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সম্পর্কে আলোচনা ও এর বিভিন্ন দিক তুলে ধরা হয়৷

 

অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো:মহিউদ্দিন ৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের মডারেটর ও সহকারী অধ্যাপক তড়িত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দৃষ্টি দত্ত, ব্যবসায় প্রশাসন বিভাগের রেজাউল করিম, আইন ও মানবাধিকার বিভাগের রাবিতা রেজওয়ানা ,অর্থনীতি বিভাগের নাসরিন ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেদুল্লাহ  এছাড়াও ছোট্ট স্বপ্নের সভাপতি ও সাধারণ সম্পাদক  ছাড়াও  বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা গল্প পাঠের আসরে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে প্রধান আলোচক শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইতিহাস ও বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন৷

অনুষ্ঠান শেষে বইটি সম্পর্কে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়৷