বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল’র ‘প্রফেশনাল সিভি রাইটিং’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের আয়োজনে ‘প্রফেশনাল সিভি রাইটিং’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২০ অক্টোবর) দুপুর ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উক্ত ওয়ার্কশপে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের এসিস্ট্যান্ট ম্যানেজার অফিস অফ প্রফেশনাল ডেভলপমেন্ট আসিফ ইয়াসিন কবির।

তিনি বলেন, আপনি যতই যোগ্য হন না কেন, সিভি ভাল না হলে আপনি চাকরিদাতার কাছে নিজের গুরুত্ব তৈরী করতে ব্যর্থ হবেন। আপনার সিভির মান খারাপ হলে আপনার সম্পর্কে প্রাথমিক ধারণাও খারাপ হবে। সুতরাং নিজেকে প্রমোট  করতে নিজের সিভি তৈরীতে যত্নবান হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল এফেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট মো: মাহমুদ হাসান , বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসা. নাসরিন ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেদুল্লাহ এবং ফার্মেসী বিভাগের প্রভাষক যোতির্ময় বর্মন।

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল এফেয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক বর্ণালী ঘোষ।

জেএ/এফ