বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল’র ‘ইন্ট্রোডাকশন টু এসডিজিজ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশ ও দি আর্থ সোসাইটির সহযোগিতায় ” ইন্ট্রোডাকশন টু এসডিজিজ” শীর্ষক মুভার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।ওয়ার্কশপটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উক্ত ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ কমিউনিটি এনগেজমেন্ট অফিসার সাথী জমোদার এবং দি আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার সৈয়দ নাঈম শোভন।

ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে এলাহী আকবর,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.মাহমুদ হাসান এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের মডারেটর ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মিফতাহুল জন্নাত মৌনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

জেএ/এফ