সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনার মধ্যে এমওইউ স্বাক্ষরিত

Paris
ডিসেম্বর ৪, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষর হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মাদ নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এই চুক্তি অনুসারে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্টে ৩৫ শতাংশ, পিসিআর পরীক্ষায় ৩০ শতাংশ, রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষায় ৩০ শতাংশ, ডেন্টাল সেবায় ১০ শতাংশ এবং ফিজিওথেরাপি সেবায় ১০ শতাংশ চিকিৎসা ছাড় প্রদান করবে।

স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ করা হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীরাসহ তাদের স্বামী বা স্ত্রী, বাবা-মা, এবং সন্তান ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যে কোন শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীরাও দেশের যে কোন শাখায় নির্ধারিত ছাড়ে সেবা নিতে পারবে তবে তাদের পিতা-মাতা শুধুমাত্র রাজশাহী শাখায় এসকল সুবিধা পাবে। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসা সেবা গ্রহণের সময় প্রতিষ্ঠানের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।

সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর সিরাজুর রহমান, ইবনে সিনা রাজশাহী শাখার ডেপুটি ম্যানেজার ও ইউনিট ইনচার্জ মো. সাহিদুর রহমান সাঈদ, বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি এ রায়হান, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. মাসুদ রানা ও শামীম ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - রাজশাহীর খবর