শনিবার , ২৯ জুন ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরগুনার খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে সরকার: মেয়র আতিক

Paris
জুন ২৯, ২০১৯ ৯:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার বরগুনায় আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে।

তিনি আরও বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশে যে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের প্রতিহত করা দরকার।

শুক্রবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় চায়না মালিকানাধীন কিজো ব্যাটারি তৈরির কারখানা উদ্বোধন শেষে মেয়র এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। তাই সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিকীকরণ করা হবে। এ লক্ষ্যে খুব শীঘ্রই সাভারের আমিনবাজারের ট্রাক টার্মিনালের টেন্ডার আহ্বান করা হবে।

এর আগে চায়না মালিকানাধীন কিজো ব্যারি কারখানাটি পরিদর্শন করেন মেয়র। এ সময় তার সঙ্গে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক সানা শামিউর রহমান শামীম ও কোম্পানিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়