রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বন্যায় শিক্ষার সব ক্ষতি পুষিয়ে নেওয়া হবে : উপদেষ্টা

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বন্যা দুর্গত এলাকায় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে চান্দকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণের সময় এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সব ধরনের সহায়তা করা হবে। বন্যার বিপর্যয় কাটিয়ে উঠেছেন।

নতুন বই, খাতা, কলম ও ব্যাগ দিচ্ছি। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। অনেকদিন পড়াশোনায় গ্যাপ হয়েছে। এ গ্যাপ পুষিয়ে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে বন্যার পানি কমেছে। সারাদেশে বন্যার পানিতে দুই হাজার ৭৭২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে আমরা সব বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে জুম মিটিং করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সক্ষম হয়েছি। আমাদের বিদ্যালয় অবকাঠামো, বই, চেয়ার, টেবিল নষ্ট হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘উপজেলা শিক্ষা অফিস প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তর মিলে সমন্বয় করে খুব কম সময়ের ভিতরে কাজগুলো শেষ করতে পারি সেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের যে ক্ষতি হয়েছে তা যেন আমরা দ্রুত গুছিয়ে নিতে পারি সেই দিকেই নজর দিচ্ছি। আমাদের বরাদ্দ বা সম্পদের অভাব নেই। তাই স্থানীয়ভাবে সমন্বয় করে কাজ শেষ করতে পারব বলে আশাবাদী। আমাদের বিশ্বাস আমরা আগামী দুই এক সপ্তাহের মধ্যেই পূর্বের অবস্থানে ফিরে যাব এবং যে ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারব সবার সহযোগিতায়।’

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক) শিক্ষা ড. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সাহিদা আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়