বন্ধুত্বের ফাঁদ পেতে ছিনতাই; রাজশাহীতে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার চার

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে বন্ধুত্ব তৈরি করে ছিনতাইয়ের অভিযোগে ১ নারীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, একটি জ্যাকেট, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু উদ্ধার হয়।



গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বখতিয়ারবাদ মালদা কলোনীর আরামান শেখের ছেলেস সোহেল (৩১), তার স্ত্রী মোসা. জেসমিন বেগম পলি (৩১) ও ভাই সুমন হোসেন সাদ্দাম (৩০) এবং কয়েরদাড়া গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে হৃদয় (২২) ।

পুলিশ জানায়, নগরীর হেতেম খাঁ সবজিপাড়ার শুভ (ছদ্মনাম) এর সাথে মোবাইল ফোনে জেসমিন বেগম পলির বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূ্ত্র ধরে গত ১৫ জানুয়ারি রাত ৮ টায় জেসমিন বেগম শুভকে বিসিক শিল্প এলাকার নাহার একাডেমীর সামনে আসতে বলে। সেখানে জেসমিনের সাথে শুভর দেখা হয়। জেসমিন কৌশলে কথা বলতে বলতে শুভকে মথুরডাঙ্গা আটকুষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই উৎ পেতে থাকা জেসমিনের স্বামী সোহেল, দেবর সুমন ও হৃদয় চারিদিক হতে শুভকে ঘিরে ফেলে এবং চাকুর ভয় দেখিয়ে শুভর কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা কেড়ে নেয় ও তার গায়ে থাকা জ্যাকেটও খুলে নেয়।

এনিয়ে শুভ নগর গোয়েন্দা পুলিশে (ডিবি) অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাত পোনে ১০ টা থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোহেল, তার স্ত্রী জেসমিন বেগম পলি (৩১), ভাই সাদ্দাম (৩০) ও মো. হৃদয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স/আ