বন্দি শিবিরে উইঘুর লোহা ব্যবসায়ীদের রান্না শেখাচ্ছে চীন!

উইঘুর মুসলিম লোহা ব্যবসায়ী আকবর ইউসুফ (৪৮) ও আবদুসালাম আবদওয়ালি সম্পর্কে চাচাতো ভাই। সাম্প্রতি তারা কাজাখস্তানে তাদের লোহার ব্যবসা প্রসারিত করেছিল। কিন্তু ২০১৭ সালে কাজাখস্তান থেকে নিজেদের বাড়ি গুলাজায় ফিরে আসার পর নিখোঁজ হন তারা। তাদের উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াংয়ের একটি বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। তাদের সেখানে রান্নার কাজ শেখানো হচ্ছে বলে জানিয়েছে তাদের সহকর্মী ব্যবসায়ীরা।

আরএফএ-র একটি অনুসন্ধানে, কাজাখস্তানের এক ব্যবসায়ী জানায় যে আবদওয়ালিকে ২৬ ডিসেম্বর ২০১৮ সালে এবং ইউসুফকে ৪ এপ্রিল ২০১৯ সালে আটক করা হয়। তবে, তাদের কারা আটক করেছে বা তাদের কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ওই ব্যবসায়ী।

নাম প্রকাশ না করার শর্তে এই ব্যবসায়ী বলেন, তারা জানিয়েছে যে তারা বন্দি শিবিরে রয়েছে। ছোট জন জানিয়েছে সেখানে সে একটি খাবারের দোকানে রান্নার কাজ করছে। আগে তার একটি লোহার কম্পানি ছিল বলে জানান ওই ব্যবসায়ী।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন