বনেশ্বরে আমের আড়ত মালিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের খাঁন এন্টারপ্রাইজের আমের আড়ত মালিক মাসুম খাঁনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত মানব দেহের ক্ষতিকর রাসায়নিক পদার্থ কার্বাইড মেশানোর সময় হাতেনাতে আড়তের মালিকসহ কর্মচারীদের আটক করে।
শনিবার দুপুর আড়াইটার সময় বানেশ্বর হাটে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর হাফিজুর রহমান ও এছাড়াও পুঠিয়া থানার পুলিশ সদস্যগণ।
পরে ভ্রাম্যমান আদালত আড়ত মালিক মাসুম খাঁনের কাছ থেকে কুড়ি হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, অভিযান অব্যাহত থাকবে এবং সকল আমের আড়ত মালিদেরকে এ বিষয়ে সাবধান করা হয়।
সি/রা