বনানী কবরস্থানে আলী যাকেরের দাফন

সিল্কসিটিনিউজ ডেস্ক:


পৃথিবীর ভ্রমণ শেষে অনন্তকালে যাত্রা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃত্যু বরণ করেন।

শুক্রবার বেলা ১১টায় তাকে নেওয়া হয় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

ছেলে অভিনেতা ইরেশ যাকের জানিয়েছেন, মৃত্যুর দুই দিন আগে তাঁর বাবার করোনা শনাক্ত হয়। সংগত কারণে শহীদ মিনারে শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন আলী যাকের। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

সূত্র: প্রথম আলো