বনলতা ছুটলো ঢাকার পথে-ভিডিও

নিজস্ব প্রতিবেদক:


টানা প্রায় দুই ধরে বন্ধ ট্রেন চলাচল। ট্রেনের ইতিহাসে দীর্ঘ সময় ছুটি এটি বলছেন সংশ্লিষ্টরা। গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমন রোধে এমন সিদ্ধান্ত নেই রেল কর্তৃপক্ষ। তার পরে থেকে বন্ধ থাকে ট্রেন। তবে তেলবাহী ট্রেন চলাচল করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আবদুল করিম। তিনি বলেন, আসন সংখ্যার অর্থেক যাত্রী নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:


আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনের টিকিট কাউন্টারে নয়, অনলাইনে

আরও পড়ুন: রাজশাহী বোর্ডে পাস ৯০ দশমিক ৩৭ শতাংশ


দীর্ঘ সময় বন্ধ থাকার পরে আজ রোববার সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস ট্রেন। এর আগে ভোরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে আসে রাজশাহীতে। রাজশাহীতে যাত্রী উঠার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বনলতা এক্সপ্রেস।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমন রোধে গত ২৬ মে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়। তবে ঈদের ট্রেন চলাচল করেনি। যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে অংকন করা হয় বৃত্ত। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়।

স/আ