মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক

Paris
আগস্ট ৬, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা পৌছান।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে তারা বৈঠকে বসবেন।

মঙ্গলবার সন্ধ্যায় তাদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্র্বতীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাব।

এর আগে এদিন বিকালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের পক্ষ থেকে তাদের বঙ্গভবনে ডেকে পাঠানো হয়।

 

সর্বশেষ - জাতীয়