‘বঙ্গবন্ধু ২৩ বছর ধরে জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ২৩ বছর ধরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। তিনি গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। এরপর তিনি এক দফা অর্থাৎ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ ’৭১ এ মুক্তিযুদ্ধ করেছে। এর আগে তিনি বাঙালি জাতির বাঁচার দাবি ৬ দফা দিয়েছিলেন। তখন পাকিস্তানি শাসক গোষ্ঠি অস্ত্রের ভাষায় ৬ দফার জবাব দেয়ার কথা বলেছিল। এর প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভায় যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে  এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম, হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোখলেসুর রহমান, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামছুদ্দিন, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মো. তাইবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জী, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন