বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তিই নন, এক মহান আদর্শের নাম : রামেবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:

‘বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন তিনি অমর হয়ে থাকবেন। তিনি শুধু একজন ব্যক্তিই নন, এক মহান আদর্শের নাম।’

আজ সোমবার (১৫ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি-আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়; বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন। আমরা এই শোকাবহ দিনে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে সেদিন কালরাতে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করা হয়। এরপর সকাল ১০ টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান। এসময় অন্যদের মধ্যেরামেবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা. আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন,সহকারী-রেজিস্ট্রার (চ.দা.) মো. রাসেদুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া রামেবি’র উপাচার্যের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো. ইসমাঈল হোসেন, উপ-রেজিস্ট্রার ডা. মো. আমিন আহমেদ খান, উপ-পরিচালক (অ.হি) মো. আখতার হোসেন, পরিচালক (প.উ.) প্রকৌশলী সিরাজুম মুনীর, উপ-পরিচালক (প.উ.) এস.এম.ওবায়দুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক(চ.দা.) মো. নাজমুল হোসাইন, সহকারী পরিচালক (অ.হি.) মো. মফিজ উদ্দিন, সহকারী পরিচালক (প.উ.) মো. আবুল আশরাফ, সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আমীর হোসেন, কবির আহমেদ, মো. মেহেদী মাসুদ সানি, মো. আসাদুর রহমান, মো. গোলাম রহমান, মো. নাজমুল আলম ইমন, মোসা. সিমা আক্তার, সানজিদা হান্নান, মো. আশরাফুল ইসলাম, মো. শামীম হোসেন, মো. আব্দুস সোবহান, মো. মেহেদী হাসানসহ রামেবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

এএইচ/এস