রবিবার , ১৪ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না’: দারা

Paris
আগস্ট ১৪, ২০১৬ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ স্বাধীনতা লাভ না করলে আজকে আমরা কে কোথায় থাকতাম তা বলা কঠিন ছিল। দেশ স্বাধীনতা লাভ করেছে বলে আমরা আজ মন্ত্রী এমপি আমলা পরিচয় দিতে পারি। বঙ্গবন্ধু সবসময় শোষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন। সবচাইতে এদেশের মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন’।

 
রোববার দুপুর ১২টায় দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এদেশের মানুষকে এতোই ভালবাসতেন তা বঙ্গবন্ধুর চেহেরায় ফুটে উঠতো। ঠিক তেমনিভাবে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী বর্তমান শেখ হাসিনা এদেশের মানুষকে গভীর ভালবেসে এদেশকে উন্নত করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গড়বো ইনশাল্লাহ’।

 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিকসহ প্রমুখ।

 
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে চারদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। পরে তিনি নওপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

 

এরপর কিসমতগণকৈড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফছার আলী মোল্লার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স/শ

সর্বশেষ - সব খবর